লাগামহীন দ্রব্যমূল্য।। lagam hin Drobbo mullolyrics।
✳️✳️দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গরিবের চোখে জল
নুন আনতে পান্তা ফুরায় ভাঙছে মনোবল
আল্লাহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গরিবের চোখে জল
নুন আনতে পান্তা ফুরায় ভাঙছে মনোবল
বাচার স্বাদ আছে যাদের সাধ্য তাদের নাই
বাচার স্বাদ আছে যাদের সাধ্য তাদের নাই
হায়রে হায়রে হায়
আমজনতার সপ্ন গুলো হচ্ছে পুড়ে ছাই
আমজনতার সপ্ন গুলো হচ্ছে পুড়ে ছাই
✳️✳️দাম বেড়েছে সব জিনিসের সয়াবিনে আগুন
ডিমের হালি 40 টাকা চালডাল যে দ্বিগুণ
দাম বেড়েছে সব জিনিসের সয়াবিনে আগুন
ডিমের হালি 40 টাকা চালডাল যে দ্বিগুণ
পেঁয়াজের ঝাঁজে কাঁদছে গরিব
পেঁয়াজের ঝাঁজে কাঁদছে গরিব
কাকে বুঝাই
হায়রে হায়রে হায়
আমজনতার সপ্ন গুলো হচ্ছে পুড়ে ছাই
আমজনতার সপ্ন গুলো হচ্ছে পুড়ে ছাই
✳️✳️সবজি কি কেজি প্রতি অর্ধশত টাকা
থমকে আছে করুনাতে আয়-রোজগারের চাকা
সবজি কি কেজি প্রতি অর্ধশত টাকা
থমকে আছে করুনাতে আয়-রোজগারের চাকা
এমন সময় বাজার উত্তাল
এমন সময় বাজার উত্তাল
বলনা কোথায় যাই
হায়রে হায়রে হায়
আমজনতার সপ্ন গুলো হচ্ছে পুড়ে ছাই
আমজনতার সপ্ন গুলো হচ্ছে পুড়ে ছাই
✳️✳️ডিসিবির পণ্য পেতে দীর্ঘ লাইন ধরি
মধ্যবিত্ত গরিব আমি উদয়পুরে মরি
ডিসিবির পণ্য পেতে দীর্ঘ লাইন ধরি
মধ্যবিত্ত গরিব আমি উদয়পুরে মরি
দ্রব্যমূল্য লাগামছাড়া
দ্রব্যমূল্য লাগামছাড়া
লাগাম টানেন ভাই
হায়রে হায়রে হায়
আমজনতার সপ্ন গুলো হচ্ছে পুড়ে ছাই
আমজনতার সপ্ন গুলো হচ্ছে পুড়ে ছাই
✳️✳️ভিক্ষার ঝুলি হাতে নিয়ে পথে নামতে হবে
মান ইজ্জত সব খুইয়ে বেঁচে থাকব ভবে
ভিক্ষার ঝুলি হাতে নিয়ে পথে নামতে হবে
মান ইজ্জত সব খুইয়ে বেঁচে থাকব ভবে
রাষ্ট্রযন্ত্রের অসৎ নীতি
রাষ্ট্রযন্ত্রের অসৎ নীতি
কুফল শুধুই পাই
হায়রে হায়রে হায়
আমজনতার সপ্ন গুলো হচ্ছে পুড়ে ছাই
হায়রে হায়রে হায়
আমজনতার সপ্ন গুলো হচ্ছে পুড়ে ছাই
হায়রে হায়রে হায়
আমজনতার সপ্ন গুলো হচ্ছে পুড়ে ছাই
হায়রে হায়রে হায়
আমজনতার সপ্ন গুলো হচ্ছে পুড়ে ছাই
আমজনতার সপ্ন গুলো হচ্ছে পুড়ে ছাই
সমাপ্ত
Post a Comment