আসসালাম হাবিবি গজল লিরিক্স

আসসালাম হাবিবি গজল লিরিক্স 




এ মন খোজে তোমাকে দেখা দিবে আমাকে 

তোমায় দেখতে আজো কাদে দুই নয়ন 

এসো তুমি সপনে দেখা দিও গোপনে 

তোমায় পেতে আজো খুলি বাতায়ন 


দিদারে ধন্ন কর নাবিয়ে আকরাম 


আসসালাম হাবিবি আসসালাম 

আসসালাম হাবিবি আসসালাম 

আসসালাম হাবিবি আসসালাম 

আসসালাম হাবিবি আসসালাম 


নিখিল ভুবনে বইছে তোমার প্রেম 

তাই এমনে একেছি প্রেমেরি ফ্রেম 

নিখিল ভুবনে বইছে তোমার প্রেম 

তাই এমনে একেছি প্রেমেরি ফ্রেম 


প্রেমিক মম ঘুমের ঘরে দেখা দিও 

হাশর মাঠেও সাফায়াতে মোরে নিও 

তোমাকে পেলে পাব বিশ্ব তামাম 

দিদারে ধন্ন কর নাবিয়ে আকরাম 


আসসালাম হাবিবি আসসালাম 

আসসালাম হাবিবি আসসালাম 

আসসালাম হাবিবি আসসালাম 

আসসালাম হাবিবি আসসালাম 


তব নামে গাইছি নাতের জত মালা

 কাওসার পিলায়ে ঘুচরি দয়ো জালা 

তব নামে গাইছি নাতের জত মালা

 কাওসার পিলায়ে ঘুচরি দয়ো জালা 



তুমি আধার কেটে ছিলে এই ধরায়

আবারে সোসাজাতে ধরা  বিশ্ব ময়

তোমার পথেই মেলে প্রভুরো কারাম 

দিদারে ধন্ন কর নাবিয়ে আকরাম 


আসসালাম হাবিবি আসসালাম 

আসসালাম হাবিবি আসসালাম 

আসসালাম হাবিবি আসসালাম 

আসসালাম হাবিবি আসসালাম 

সমাপ্ত 


Post a Comment

Previous Post Next Post