Elo Ramjan Lyrics | এলো রমজান লিরিক্স | Kalarab Shilpigosthi |
হুম... হুম..... হুম....
আ.... আ.... আ.......
রহমের রষ্ণী নিয়ে
এলো রমজান এলো রমজান
সিয়ামের শুভ্রতায়
জুড়াবে প্রাণ জুড়াবে প্রাণ
রহমের রষ্ণী নিয়ে
এলো রমজান
সিয়ামের শুভ্রতায়
জুড়াবে প্রাণ
মুছে যাবে জীবনের পাপের ধুলো
খুলে যাবে রহমের দ্বারগুলো
মুছে যাবে জীবনের পাপের ধুলো
খুলে যাবে রহমের দ্বারগুলো
মুমিনের মানজিলে নুর বইবে অফুরান
এলো রমজান এলো রমজান
এলো রমজান এলো রমজান
জিবনের সব বদ আচরন দাও ছেরে এই মাসে
আজকে সংজমি হও তুমি রমাজানের নির জাসে
এইতো সময় শুখ কুরাবার থাকতে কবর নিবাসে
মন পারায় পবিত্রতায় সাজবে দোজাহান
এলো রমজান এলো রমজান
এলো রমজান এলো রমজান
রমাজান মানে নয়তো সুধু থাকা ওপ বাসে
তোমার মনের সুদ্ধ রোজা দিবে ছায়া রসে
ঈমান দারের রোজা হবে দোজখের ডাল সেসে
মহান প্রভু নিজ হাতে দিবেন রোজার প্রতিদান
এলো রমজান এলো রমজান
এলো রমজান এলো রমজান
সমাপ্ত
Post a Comment